শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

, যদি আপনার অহংকার থাকে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে তা হলে আপনার জীবনে কিহবে?

হরে__কৃষ্ণ

সকলে আমার প্রনাম নিবেন।

এই পোষ্টি পড়ার জন্য আনুরধ রইল।

এই পৃথিবীতে আপনার যতই ধন সম্পদ থাক না কেনো, যদি আপনার  অহংকার থাকে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকে তা হলে আপনার জীবনে শান্তি থাকবে না।
সমাজে আপনার যতই নাম দাম থাক না কেনো, আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা শিল না হন, তা হলে আপনার অধঃপতন নিশ্চিত।

পৃথীবিতে আপনার কি আছে আর কি নেই, সেটা বড় কথা না, আপনি ভগবানের প্রতি কতটা নির্ভর করেন/ ভগবানের কতটা পুজা করেন সেটাই বড় কথা।
পৃথিবীতে সব কিছু থেকেও যদি আপনি ভগবানের কোনো কর্ম না করেন / ভক্তি শ্রদ্ধা না করেন, তা হলে আপনা মানব জন্ম বিথা।

এই পৃথইথীর কোনো কিছুই আপনার সাথে যাবে না, শুধু কৃষ্ণ নাম ছাড়া।
এই পৃথিবীর কেউ আপন না, শুধু ভগবান ছাড়া। মা- বাবা, ভাই - বোন এরা শুধু উপলক্ষ মাত্র।

মনে রাখবেন জন্ম নিলে মৃত্যু অনির্ভয্য।
তা সময় থাকতে সময়ের মৃল্য দিন।
কথায় আছে সমায়ের সত ব্যবহার করা বুদ্ধি মানের কাজ।

#হরে__কৃষ্ণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভাগবান শ্রী কৃষ্ণের পঞ্চম দোল যাত্রা উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান সূচি

🌹ওঁ নমো বাসুদেবায়ঃ ওঁ কৃষ্ণ কৃপাহি কেবলম 🌹 ভাগবান শ্রী কৃষ্ণের পঞ্চম দোল যাত্রায়। ভাগবত আলোচনা, পদাবলী কীর্ত্তন, ভজন কীর্ত্তন ও ভক্ত...